সিলেটে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি’র

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল শনিবার সিলেট অঞ্চলের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরদির্শন করেছে। ছবি: বাসস

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল শনিবার সিলেট অঞ্চলের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরদির্শন করেছে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং লিডিং ইউনিভার্সিটি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যথাযথ অনুসরণপূর্বক বিশ্ববিদ্যালয় পরিচালনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে বার্তা দিতে সরেজমিন এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এসব বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে।

পরিদর্শন দলের অন্য সদস্যরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া, চেয়ারম্যান দপ্তরের সিনিয়র সহকারী সচিব মো. মামুনুর রশীদ খান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক শেখ আল আমিন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমি পরিদর্শন, সাময়িক অনুমতির মেয়াদ বৃদ্ধি/নবায়নসহ বিভিন্ন বিষয় যাচাই করে। তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, ল্যাবরেটরি ও অন্যান্য ভৌত অবকাঠামো পরিদর্শন করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন বিষয়ে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যথাযথ অনুসরণপূর্বক এসব বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী সম্পাদন করা হচ্ছে কিনা সে সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান বৃদ্ধি, গবেষণা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে প্রকাশ, নিয়মিত সমাবর্তন আয়োজন, স্থায়ী ক্যাম্পাসে সকল শিক্ষা কার্যক্রম পরিচালনায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

পৃথক পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. রঞ্জিত কুমার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি-এর উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফরউল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর মোমতাজ শামীম, লিডিং ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদসহ এসব বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০