বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০
উৎসবমুখর পরিবেশে বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : বাসস

রংপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি বলেন, নিয়মিত ক্লাসের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ও স্কিল ডেভলপমেন্ট কর্মকান্ডে শিক্ষার্থীদের বেশি বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এতে করে শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা এবং কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ হবে ।

উপাচার্য জানান, ক্লাসরুম ও আবাসনসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। 

সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০