বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০
উৎসবমুখর পরিবেশে বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : বাসস

রংপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি বলেন, নিয়মিত ক্লাসের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ও স্কিল ডেভলপমেন্ট কর্মকান্ডে শিক্ষার্থীদের বেশি বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এতে করে শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা এবং কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ হবে ।

উপাচার্য জানান, ক্লাসরুম ও আবাসনসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। 

সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে ২৩ টি স্বর্ণের বার জব্দ, আটক ২ 
জেডআরএফ’র উদ্যোগে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ প্রদান
পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামীকাল জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেফতার
চট্টগ্রামে আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না: কুমিল্লায় শফিকুর রহমান
ভয়াবহ দাবানলের কারণে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ
১০