বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০
উৎসবমুখর পরিবেশে বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : বাসস

রংপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি বলেন, নিয়মিত ক্লাসের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ও স্কিল ডেভলপমেন্ট কর্মকান্ডে শিক্ষার্থীদের বেশি বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এতে করে শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা এবং কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ হবে ।

উপাচার্য জানান, ক্লাসরুম ও আবাসনসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। 

সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০