বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মূল ভিত্তি হলো গবেষণা : উপাচার্য

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আজ রোববার ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা’ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন। ছবি: বাসস

রংপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের মূল ভিত্তি হলো গবেষণা। যে সকল শিক্ষার্থী গবেষণায় পারদর্শী, তাদের জন্য বিদেশে এমফিল-পিএইচডি ডিগ্রী অর্জন করা সহজ। 

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. শওকাত আলী আরও বলেন, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড আয়োজিত এই সেমিনার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং সাক্ষাৎকার গ্রহণের সঠিক নিয়মসহ বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা দিবে।

সেমিনারে স্টুডেন্ট কমিউনিকেশন ফোকাল হিসেবে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। 

এতে বিশেষ অতিথি হিসেবে জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রজেক্টের টেকনিক্যাল এডভাইজার আসাদুজ্জামান মোহাম্মদ এবং জুনিয়র একাউন্টিং স্পেশালিস্ট শাহরিয়ার আহমেদ অংশগ্রহণ করেন।

এছাড়া সেমিনারে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ডিএএডি ইনফরমেশন সেন্টার ঢাকার রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ সাপোর্ট অফিস আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০