বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মূল ভিত্তি হলো গবেষণা : উপাচার্য

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আজ রোববার ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা’ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন। ছবি: বাসস

রংপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের মূল ভিত্তি হলো গবেষণা। যে সকল শিক্ষার্থী গবেষণায় পারদর্শী, তাদের জন্য বিদেশে এমফিল-পিএইচডি ডিগ্রী অর্জন করা সহজ। 

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. শওকাত আলী আরও বলেন, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড আয়োজিত এই সেমিনার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং সাক্ষাৎকার গ্রহণের সঠিক নিয়মসহ বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা দিবে।

সেমিনারে স্টুডেন্ট কমিউনিকেশন ফোকাল হিসেবে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। 

এতে বিশেষ অতিথি হিসেবে জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রজেক্টের টেকনিক্যাল এডভাইজার আসাদুজ্জামান মোহাম্মদ এবং জুনিয়র একাউন্টিং স্পেশালিস্ট শাহরিয়ার আহমেদ অংশগ্রহণ করেন।

এছাড়া সেমিনারে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ডিএএডি ইনফরমেশন সেন্টার ঢাকার রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ সাপোর্ট অফিস আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০