রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহা দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহা দিবস পালিত। ছবি: বাসস

রাজশাহী, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ ড. শামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থী-রাজনীতিবিদ ও পেশাজীবীসহ সমাজের নানা শ্রেণির মানুষ।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন- শহীদ ড. শামসুজ্জোহার কন্যা সাবিনা জোহা খান। পরে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন হল, ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকালে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, যেখানেই অপশাসন, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন সেখানেই ড. জোহার নাম এসেছে। গত জুলাই আন্দোলনেও রংপুরের শহীদ আবু সাঈদ, জোহা স্যারকে স্মরণ করেছিলেন। অথচ দিবসটি এখনও জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি। দিবসটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানানোর কথা বলেন তিনি।

বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ড. জোহার কন্যা সাবিনা জোহা খান বলেন, পাঁচ যুগ পরেও শিক্ষার্থীরা যে তার বাবাকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে এর চেয়ে বেশি কিছু চাওয়া-পাওয়া নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০