
বাগেরহাট, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চাদেরহাট কালি মন্দির চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মিয়া ও শেখ ইকবাল হোসেন।
সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা সুভাষ চন্দ্র মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা শেখ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, দেশের নারীরা আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গঠিত হবে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের চেতনায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
সমাবেশে মহিলা দলের বিপুল সংখ্যক নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।