
সুনামগঞ্জ, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : অবিভক্ত বাংলার বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, লেখক গবেষক ইকবাল কাগজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক। তিনি বৃটিশবিরোধী আন্দোলনে লেখনীর মাধ্যমে জাতিকে উদবুদ্ধ করেছেন। ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তার রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ।
বক্তারা বলেন, তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন। সেলবর্ষী একটি চেতনার নাম। একটি আদর্শের নাম। মহান এই বিপ্লবী সাংবাদিককে নতুন প্রজন্ম চিনেনা। অথচ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক রাজনীতিবিদরা তাকে নিয়ে লিখেছেন। নজরুল তার ধুমকেতু পত্রিকায় সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর লেখা ছাপিয়েছেন।
আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন তিনি সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।