ঘনকুয়াশায় ভোলায় নৌ-যান চলাচলে দুর্ভোগ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩
ঘনকুয়াশায় ভোলায় নৌ-যান চলাচলে দুর্ভোগ। ছবি : বাসস

ভোলা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : উপকূলীয়  জেলা ভোলার নদ-নদীগুলো আজ বুধবার সকাল থেকেই ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ফলে ভোলার সাথে রাজধানী ঢাকা,বন্দর নগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলার নৌ-পথে যোগাযোগ খুবই কষ্টকর হয়ে উঠেছে। 

এছাড়া আজ দুপুরে শৈত্য প্রবাহের ফলে ভোলায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। সকাল থেকে দিনভর চলমান ঘনকুয়াশার কারনে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর লাইনে ফেরি চলাচলে ধীরগতির দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে,আজ সকালে ব্যস্ততম নগরী নারায়ণগঞ্জ থেকে বন্দরনগরী চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় মালবাহী জাহাজ,এলপিজিবাহী কার্গো জাহাজ,এবং অন্যান্য নৌ-রুটে চলাচলকৃত যানগুলো চলতে বাধাপ্রান্ত হওয়ায় নদীর বিভিন্ন পয়েন্টে নোঙর করে আছে। ভোলার ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো: আলাউদ্দিন বাসস'কে জানান,প্রতিদিন সকাল ৭ টা থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত তাদের মালিকানাধীন কর্ণফুলী লঞ্চসহ বিভিন্ন কোম্পানির অন্তত : ১০ টি যাত্রীবাহী জাহাজ চলাচল করে থাকে। কিন্ত ঘনকুয়াশা থাকলে এসব লঞ্চগুলো চলাচলে চরম ভোগান্তির শিকার হয়। ফলে ঝুঁকি নিয়ে কিছু লঞ্চ ভোলা থেকে-ঢাকা রুটে ছাড়া হলেও ঘনকুয়াশার কারনে ৫ ঘন্টা সময়ে ঘাটেফেরা লঞ্চসমূহ অনেক সময় ৮ থেকে ১০ ঘন্টা লেগে যায়। তিনি জানান,আজ বুধবার সকালে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী  কয়েকটি লঞ্চ বিকেল তিনটা নাগাদও সদরঘাটে পৌঁছতে পারেনি।

এদিকে ঘনকুয়াশার কারনে ভোলা-বরিশাল নৌ-রুটেও ফেরি চলাচলে ধীরগতি লক্ষ্য করা  যায় । 

বিআিইডব্লিউটিসি'র বরিশাল অঞ্চলের ম্যানেজার সিহাবউদ্দিন বাসস'কে জানান,ঘনকুয়াশার মধ্যেও কখনো ঝুঁকি নিয়ে ফেরিগুলো ছাড়তে হয়। কারন ফেরি না ছাড়লে দুইপাড়ে শতশত যানবাহন আটকে বিশাল যানজটের সৃষ্টি হয়। তাছাড়া কাঁচামালের গাড়ীগুলো গন্তব্যে পৌঁছতে না পারলে ওই কাঁচামালসমূহ পঁচে যায়। ফলে ঘনকুয়াশা মাথায় নিয়ে চলাচল করা একঘন্টা সময়ে গন্তব্যে পৌঁছা ফেরিগুলো ৩/৪ ঘন্টা সময় লাগলেও তা মাথা পেতে নেন যানবাহগুলোর ড্রাইভার হেলপাররা। তিনি বলেন, তবে ঘনকুয়াশার কারনে নৌ-নিরাপত্তা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও নৌবাহিনী সবসময়ই ফেরি ও লঞ্চঘাট এবং নদীতে তদারকী এবং টহল জোরদার রেখেছেন। 

ভোলা নৌ পুলিশী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহীন জানান, ঘনকুয়াশার কারনে  কোনো চক্রকেই অবৈধভাবে ট্রলার কিম্বা স্পীডবোটে যাত্রী পারাপারের ব্যবসা চালাতে  দেয়া হচ্ছেনা। নোঙর করা জাহাজগুলোর নিরাপত্তা বজায় রাখতে নৌ-পুলিশ সর্বদাই সচেষ্ট বলে দাবি করেন, নৌ-পুলিশের এ কর্মকর্তা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০