বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত  

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:১২
ছবি: বাসস

‎‎বাগেরহাট, ১০ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে জেলা শহরে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে স্মৃতিচারণ, কবিতা পাঠ, আলোচনা, প্রকাশনা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। ‎অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় এটি অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক জামান আসাদ এ সাহিত্য সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লব ও আমাদের সাহিত্য বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট সলিমুল্লাহ এলিস, কবি জাকির হোসেন, কবি এইচ এম হুমায়ুন কবির, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, বাগেরহাটের পাক্ষিক খান জাহানের সম্পাদক শেখ আবু সাঈদ, কবি বাবুল আখতার, লেখিকা সৈয়দা তৈফুন্নাহার, ছড়াকার মো. সিদ্দিকুর রহমান, কবি ওমর আলী, কবি বেলাল, কবি লাভলী মল্লিক ও কবি তরুণ কুন্ডু।

‎সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক  জামান আসাদ বলেন, সবার আগে দেশ। আমাদের লেখনীর মাধ্যমে দেশপ্রেমকে উজ্জীবিত করতে হবে। সকল বৈষম্য দূরীকরণে কবি সাহিত্যিক, লেখকদের ভূমিকা অপরিসীম। সেই কথা মনে রেখে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। তিনি জুলাই পুনর্জাগরণের চেতনাকে বক্ষে ধারণ করে শহীদদের প্রত্যাশিত একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খান জাহান শিল্পী গোষ্ঠীর আবু বকর সিদ্দিক, সাইফুল্লাহ, শেখ ইকবাল হোসেন লাভলু প্রমুখ। অনুষ্ঠানমালায় ছিল স্বরচিত লেখা থেকে পাঠ, জুলাই বিপ্লবের স্মৃতিচারণ এবং জুলাই বিপ্লবের উপর প্রকাশনা 'শাশ্বত জুলাই' প্রকাশ ও বিতরণ।

‎অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কবি আলহাজ্ব মোহাম্মদ বরকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট সাহিত্য পরিষদের সম্পাদক শিক্ষানুরাগী এম আলমগীর হোসেন। 

‎অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার নির্মিত খুলনা বিভাগের ১০ জেলার আন্দোলন সংগ্রামে শহীদ ও আহতদের জীবন থেকে নেয়া প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০