ঢাবি’র ৬ শিক্ষার্থীর এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক লাভ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত এবং ফলিত গণিত বিভাগের ৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে আজ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রদান করেন। ছবি : ঢাবি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২২ সনের বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ৬ জন মেধাবী শিক্ষার্থী ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। 

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের মো. মিনহাজ উদ্দিন তূর্য, শোভা ইসলাম ও শিমু আক্তার এবং ফলিত গণিত বিভাগের সাইফুল ইসলাম, নাফিয়া মল্লিক ও মো. ইব্রাহিম খলিল।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস স্বাগত বক্তব্য রাখেন। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজ্ঞানের অগ্রযাত্রায় গণিতের ভূমিকা তুলে ধরে বলেন, গণিতকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও বোধগম্য করে উপস্থাপন করতে হবে। গণিত ভীতি দূর করতে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অ্যালামনাইসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।

উল্লেখ্য, স্বর্ণপদক প্রদান শেষে বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্র থেকে দ. কোরিয়ার কর্মীদের দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত
ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ 
নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সাংবাদিক মান্না রায়হানের রুহের মাগফিরাত কামনায় দোয়া
২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
১০