ঢাবিতে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ কর্মসূচি পালিত

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ‘দেশীয় বৃক্ষের নগর গড়ি, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’-প্রতিপাদ্য ধারণ করে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে। 

দেশীয় বৃক্ষ সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার এবং এস্টেট অফিস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন প্রজাতির পাখিসহ অসংখ্য প্রাণীর আবাসস্থল দেশীয় গাছপালা। দেশীয় প্রজাতির বৃক্ষ সংরক্ষণ করা না গেলে এসব প্রাণী হুমকির মুখে পড়বে। জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০