ঢাবিতে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ কর্মসূচি পালিত

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ‘দেশীয় বৃক্ষের নগর গড়ি, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’-প্রতিপাদ্য ধারণ করে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে। 

দেশীয় বৃক্ষ সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার এবং এস্টেট অফিস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন প্রজাতির পাখিসহ অসংখ্য প্রাণীর আবাসস্থল দেশীয় গাছপালা। দেশীয় প্রজাতির বৃক্ষ সংরক্ষণ করা না গেলে এসব প্রাণী হুমকির মুখে পড়বে। জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬
বিপ্লব ও সংহতি দিবসে মোল্লাহাটে মহিলা দলের কর্মী সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা
জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্যের প্রিন্স জর্জ
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৭ বছর পর পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে বলিভিয়া 
ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১০