ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): নটরডেম কলেজে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৮ম ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট।
জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যায় তরুণদের আগ্রহী করতে এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশাল একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে। নটরডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব এই উৎসবের আয়োজন করেছে।
এবারের সামিটে ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ নিশ্চিত করেছে, যা দেশের জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যা বিষয়ক অন্যতম বৃহত্তম ইভেন্টে পরিণত করেছে।
সামিটে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিবেশবিদ্যা, ভূবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের উপর নানা আকর্ষণীয় প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এই উৎসব ঘিরে কলেজটিতে বিশেষ পরিবেশ বিরাজ করছে।
উৎসব সম্পর্কে নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের মডারেটর মো. নাজমুল হাসান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যার বিস্ময়কর জগতে প্রবেশের সুযোগ পাচ্ছে। এই সামিট আমাদের কৌতূহল ও অনুসন্ধানের মানসিকতা বিকাশের প্রতিশ্রুতির প্রতিফলন।
এবারের সামিটে উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে রয়েছে ‘অ্যাস্ট্রাল হান্ট’, যা ঐতিহ্যবাহী ট্রেজার হান্টের একটি উন্নত সংস্করণ। এতে নটর ডেম কলেজের পাঁচ একর ক্যাম্পাস জুড়ে লুকিয়ে রাখা জ্যোতির্বিজ্ঞান-সম্পর্কিত সূত্র ও সংকেত সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই ইভেন্টটি অংশগ্রহণকারীদের জ্যোতির্বিজ্ঞান চর্চার এক অনন্য সুযোগ করে দেবে। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সৌর দূরবীনের মাধ্যমে সূর্য পর্যবেক্ষণের সুযোগ থাকছে, যা সম্ভব হয়েছে সামিটের টেলিস্কোপ পার্টনার এমআইসিবি (MICB)--এর সহায়তায়।
সামিটের আরেকটি আকর্ষণীয় অংশ ‘অ্যাস্ট্রো টক’ সেশন, যেখানে বিশিষ্ট অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন উপস্থিত থাকবেন। তিনি তার অভিজ্ঞতা ও জ্যোতির্বিজ্ঞানের সাথে জড়িত ফটোগ্রাফির কৌশল নিয়ে আলোচনা করবেন। একইসঙ্গে তার অসাধারণ জ্যোর্তিবিজ্ঞানী চিত্রসমূহ ‘ফটোস্ফিয়ার এক্সিবিশন’-এ প্রদর্শিত হবে, যা দর্শকদের জন্য মহাবিশ্বের অপার সৌন্দর্যকে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে।
নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এই বৃহৎ আয়োজন নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এর সফলতা কামনা করেছেন।