চারুকলা হলো গভীর মানবিক অনুভূতির প্রকাশ: বেরোবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪
শুক্রবার রংপুরে শিল্পকলা একাডেমি ক্যাফেটেরিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেন বেরোবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। ছবি: বাসস

রংপুর, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, চারুকলা হলো গভীর মানবিক অনুভূতির প্রকাশ যা চিন্তা, সংস্কৃতি ও সময়ের প্রতিফলন ঘটায়।

তিনি বলেন, চারুকলা কেবল রঙ এবং আকৃতির খেলা নয়, বরং গভীর মানবিক অনুভূতির প্রতিফলন ও বহিঃপ্রকাশ।

তিনি শুক্রবার রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি ক্যাফেটেরিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে এই প্রদর্শনীটি নতুন এবং অভিজ্ঞ শিল্পীদের সৃজনশীল ধারণা প্রকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, এই প্রদর্শনীটি কেবল শিল্পপ্রেমীদের জন্য নয়, এটি সমাজের কাছেও একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।

নর্থ ক্যানভাস বাংলাদেশ রংপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় একুশে ফেব্রুয়ারি থেকে জুলাই বিপ্লবের সব শহীদদের প্রতি উৎসর্গকৃত এই প্রদর্শনীর আয়োজন করছে।

রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক আহসান আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

প্রদর্শনীর উদ্যোক্তা, প্রখ্যাত শিল্পী অধ্যাপক আলাউদ্দিন আহমেদ বলেন, রংপুর বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা শহর। তিনি বলেন, রংপুরের অনেক প্রখ্যাত শিল্পী দেশের সীমানা অতিক্রম করে বহির্বিশ্বে তাদের সফলতা ও মেধার স্বাক্ষর রেখেছেন।

এছাড়াও এই বিভাগীয় চারুকলা প্রদর্শনী সব শিল্পীর জন্য প্রাণবন্ত আনন্দ উদযাপন এবং রংপুরে চারুকলা আরো বিকাশের জন্য একটি সুযোগও বটে।

আহসান আহমেদ বলেন, বিভাগীয় চারুকলা প্রদর্শনীতে জলরঙ, অ্যাক্রিলিক চিত্রকর্ম, অঙ্কন, স্কেচ, ক্ষুদ্রাকৃতির ভাস্কর্য, টেরাকোটা ও ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে।

প্রখ্যাত শিল্পী অধ্যাপক আলাউদ্দিন আহমেদের নির্বাচিত দেশের ৫২জন শিল্পীর ১০৮টি চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

তিনি বলেন- এই প্রদর্শনীতে শিল্পীদের আঁকা ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন ও নির্যাতনের ছবির পাশাপাশি উন্নয়নের নামে দেশের অর্থ পাচারের ছবিও স্থান পেয়েছে। আবার সম্ভাবনার প্রাকৃতিক বাংলাদেশের ছবি, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সময়ের চিত্রও চিত্রকর্মে ফুটে উঠছে।
 
রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী আয়োজক কমিটির উপদেষ্টা ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কেএম আরিফুজ্জামান, উপদেষ্টা চৌধুরী মাহমুদুন্নবী ডলার, যুগ্ম-আহ্বয়ক মিজানুর রহমান মিসু, সদস্য-সচিব জাহাঙ্গীর কবির, যুগ্ম-সচিব মাহমুদুন্নবী বাবুল, পলাশ কান্তি নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

বরেণ্য শিল্পী হাবিব উল্লাহ বাহার, চট্টগ্রামের সৌমেন চৌধুরী ও ফরহাদুল আলম সবুজ, ময়মনসিংহের শিল্পী এমডি রাজন ও ধর্ম নারায়ণ রায়, সিলেটের শিল্পী জিয়াউল হক ও এম এ আহাদ পলাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্পী সামিয়া রহমান, ঋতু প্রামানিক, মুনেম শাহরিয়ার, সুতপা বর্মণ এবং তামান্না ইয়াসমিন, ঢাকা থেকে আগত শিল্পী ইমন আলী, আনহা মৌ, টাইগার নাজির ও অরুণ কুমার বর্মন, বগুড়া আর্ট কলেজের সাঈদ মালিথা, কেয়ায়েত উল্লাহ, গাজী আশা ও অনিক রায়সহ অনেকের চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬
বিপ্লব ও সংহতি দিবসে মোল্লাহাটে মহিলা দলের কর্মী সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা
জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্যের প্রিন্স জর্জ
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৭ বছর পর পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে বলিভিয়া 
ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১০