আইআইইউএম এর জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (আইআইইউএম)-এর বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা 'আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার গেট টুগেদার-২০২৫' গতকাল শুক্রবার রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার অ্যাসকট দি রেসিডেন্স-এ অনুষ্ঠিত হয়।

সিটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী শহীদাত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাদ শুহাদা ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম আব্দুল আজিজ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেক।

১৯৮৩ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন প্রাক্তন আইআইইউএম শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। দেশ-বিদেশ থেকে ২৫ বছর থেকে ৬০ বছরের অধিক বয়সী শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার-এর লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রশংসা করে অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক উন্নত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০