আইআইইউএম এর জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (আইআইইউএম)-এর বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা 'আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার গেট টুগেদার-২০২৫' গতকাল শুক্রবার রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার অ্যাসকট দি রেসিডেন্স-এ অনুষ্ঠিত হয়।

সিটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী শহীদাত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাদ শুহাদা ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম আব্দুল আজিজ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেক।

১৯৮৩ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন প্রাক্তন আইআইইউএম শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। দেশ-বিদেশ থেকে ২৫ বছর থেকে ৬০ বছরের অধিক বয়সী শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার-এর লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রশংসা করে অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক উন্নত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০