আইআইইউএম এর জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (আইআইইউএম)-এর বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা 'আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার গেট টুগেদার-২০২৫' গতকাল শুক্রবার রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার অ্যাসকট দি রেসিডেন্স-এ অনুষ্ঠিত হয়।

সিটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী শহীদাত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাদ শুহাদা ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম আব্দুল আজিজ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেক।

১৯৮৩ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন প্রাক্তন আইআইইউএম শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। দেশ-বিদেশ থেকে ২৫ বছর থেকে ৬০ বছরের অধিক বয়সী শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার-এর লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রশংসা করে অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক উন্নত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০