ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে চট্টগ্রামের কক্সবাজার ও আমবাগান উপজেলায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাট উপজেলায় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে হতে পারে বিপিএল প্লেয়ার্স ড্রাফট
ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
সহকারী কমিশনার তাপসী ঊর্মি চাকরি থেকে বরখাস্ত 
নেত্রকোনায় জুলাই শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল
মঙ্গলে কেন প্রাণ নেই? রহস্য ভেদের ইঙ্গিত দিল নাসার রোভার
ঢাবি ছাত্রশিবিরের উদ্যোগে ডাকসুর গঠনতন্ত্র বিতরণ
ভিয়েতনামে মাদক পাচারের দায়ে ১১ জনের মৃত্যুদণ্ড
চাকরি হারাতে পারেন মাইক্রোসফটের ৯ হাজারের বেশি কর্মী
পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সংসদে পাশ করতে হবে: আমীর খসরু
১০