ঢাবিতে জাপান ফাউন্ডেশন ফেলোশিপ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪ আপডেট: : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯
ঢাবিতে জাপান ফাউন্ডেশন ফেলোশিপ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত। ছবি: ঢাবি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টোকিও প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট এবং জাপান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘জাপান ফাউন্ডেশন ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ প্রোগ্রাম (জেএফআইপিপি) ফেলোশিপ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপান ফাউন্ডেশনের পরিচালক মি. কজি সাটু এবং প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মি. ইউজি আনদো সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. দিলরুবা শারমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মি. তারেক রাফি ভূইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৬২৫ জন 
হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ
বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
১০