ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণা সুরক্ষা ও মেধাস্বত্ব সংরক্ষণের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামান আর্ন্তজাতিক পর্যায়ে উন্নীতকরণে ইনটেলেকচ্যুয়াল প্রোপার্টি রাইটস (আইপিআর) বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি উন্নয়নে মানসম্পন্ন গবেষণা পরিচালনারও আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আইপিআর বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান এবং মেধাস্বত্ত সংরক্ষণে গবেষকদের ইউজিসি থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণে ইউজিসি ধারাবাহিকভাবে এ কর্মশালা আয়োজন করছে। এতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
ইউজিসি পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।
কমিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনিরউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বাকৃবি আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এম. আসাদুজ্জামান সরকার, ইউজিসি’র অতিরিক্ত পরিচালক আকরাম আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান।