শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ উপাচার্যের

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাপান ফাউন্ডেশন ইন্দো-প্যাসিফিক পার্টনারশীপ প্রোগ্রাম ফেলোশীপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীদের জন্য একাডেমিক পড়ালেখার পাশাপাশি গবেষণা কার্যক্রমে দক্ষতা অর্জন করা খুবই জরুরি।

তিনি বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কিল ডেভলপমেন্টের জন্য ইংলিশ ল্যাংগুয়েজ, জার্মান ল্যাংগুয়েজ, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন  কো-কারিকুলার কার্যক্রম চালু করেছে।

উপাচার্য আরও বলেন, এ সকল পদক্ষেপ শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম ও বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্র সহজ করবে।

ড. মো. শওকাত আলী আজ সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জাপান ফাউন্ডেশন ইন্দো-প্যাসিফিক পার্টনারশীপ প্রোগ্রাম ফেলোশীপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার আয়োজনের জন্য উপাচার্য জাপান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণায় দক্ষতা অর্জন নিজ নিজ বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিয়ে আরো সমৃদ্ধ করবে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।

এতে অতিথি বক্তা হিসেবে জাপান ফাউন্ডেশনের (দক্ষিণ এশিয়া) মহাপরিচালক কোজি সাতো এবং প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউট টোকিও’র নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ-আল-মামুন অংশগ্রহণ করেন।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০