ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিতে ট্রাস্ট ফান্ড গঠন

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিতে ‘জালালউদ্দিন আহমেদ চৌধুরী স্মারক বৃত্তি ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন। ছবি: বাসস

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিতে ‘জালালউদ্দিন আহমেদ চৌধুরী স্মারক বৃত্তি ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কিছু অসচ্ছল শিক্ষার্থীকে প্রতিবছর বৃত্তি দিতে এ  ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। নিজের পিতার স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য নিউজিল্যান্ডের অ্যাটর্নি অ্যাট ল’ হাসান তওফিক চৌধুরী ৬০ লাখ টাকার একটি

চেক আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান  বলেন, তিনি আশা করছেন এ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, জালালউদ্দিন আহমেদ চৌধুরী এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ছাত্র ছিলেন।

অনুষ্ঠানে এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিপিডি’র ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং দাতা পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০