প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ দল

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯
ফাইল ছবি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলায় ফাইনালে উন্নীত হয়েছে চারটি দল।

এরমধ্যে বালিকা দু’টি আর বালক দু’টি দল। বালিকা বিভাগের দলগুলো হলো- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক বিভাগের দলগুলো হলো- সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
এছাড়া ২৫ ফেব্রুয়ারি তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বালিকা বিভাগে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্ব›িদ্ধতা করবে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলা ২২ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়।

দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নেয়। সেখান থেকে বালক-বালিকা গ্রুপের আটটি দল আজ সেমিফাইনালে অংশ নেয়।

২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বালিকাদের প্রথম সেমিফাইনালে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং দ্বিতীয় সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
 
বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে খুলনা জেলার কয়রা উপজেলার দোয়ারা আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং দ্বিতীয় সেমিফাইনালে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে  অমীমাংসিত ছিল।

দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬
বিপ্লব ও সংহতি দিবসে মোল্লাহাটে মহিলা দলের কর্মী সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা
জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিলেন যুক্তরাজ্যের প্রিন্স জর্জ
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৭ বছর পর পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে বলিভিয়া 
ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১০