ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৪

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। 

উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, গ্রামীণ লোকজ মেলা, পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী, গুণীজন সম্মাননা প্রদান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। 

সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংস্কৃতিক উৎসবকে আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উৎসব সকলকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

তিনি বলেন, বর্তমানে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সামাজিক বিভাজন দূর করতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উৎসবে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০