ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৪

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। 

উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, গ্রামীণ লোকজ মেলা, পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী, গুণীজন সম্মাননা প্রদান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। 

সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংস্কৃতিক উৎসবকে আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উৎসব সকলকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

তিনি বলেন, বর্তমানে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সামাজিক বিভাজন দূর করতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উৎসবে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০