ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৪

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। 

উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, গ্রামীণ লোকজ মেলা, পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী, গুণীজন সম্মাননা প্রদান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। 

সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংস্কৃতিক উৎসবকে আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উৎসব সকলকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

তিনি বলেন, বর্তমানে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সামাজিক বিভাজন দূর করতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উৎসবে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০