ঝিনাইদহ সিটি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯

ঝিনাইদহ, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঝিনাইদহ সিটি কলেজে তিনদিন ব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে। পিঠা মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল বসিয়ে বাহারি পদের পিঠার পসরা সাজিয়েছেন। 

গতকাল সোমবার সকাল ১০ টায় এ উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান। তিনদিন ব্যাপী এ উৎসব আগামী বুধবার পর্যন্ত চলবে।

পিঠা মেলায় কলেজের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা বিভাগ, একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নানা পদের পিঠার পসরা সাজিয়ে স্টল বসিয়েছেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রশিবির, রোভার স্কাউটস স্টল দিয়েছেন। উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

এদিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে কলেজ ক্যাম্পাসে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাহিদ রেজা বিশ্বাসের সঞ্চালনায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

কলেজের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, বিগত দিনে আমাদের কলেজে এধরণের আয়োজন থাকলেও তাতে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি থাকত না। জুলাই গণঅভ্যুত্থানের পরে কলেজে শান্তি ফিরেছে। সবাই প্রাণ খুলে উৎসব উপভোগ করছেন।

কলেজের অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান বলেন, ক্লাস-পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীরা সহযোগিতা করে আজকের এ উৎসবটি সফল করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০