ঝিনাইদহ সিটি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯

ঝিনাইদহ, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঝিনাইদহ সিটি কলেজে তিনদিন ব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে। পিঠা মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল বসিয়ে বাহারি পদের পিঠার পসরা সাজিয়েছেন। 

গতকাল সোমবার সকাল ১০ টায় এ উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান। তিনদিন ব্যাপী এ উৎসব আগামী বুধবার পর্যন্ত চলবে।

পিঠা মেলায় কলেজের অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা বিভাগ, একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নানা পদের পিঠার পসরা সাজিয়ে স্টল বসিয়েছেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রশিবির, রোভার স্কাউটস স্টল দিয়েছেন। উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

এদিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে কলেজ ক্যাম্পাসে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাহিদ রেজা বিশ্বাসের সঞ্চালনায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

কলেজের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, বিগত দিনে আমাদের কলেজে এধরণের আয়োজন থাকলেও তাতে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি থাকত না। জুলাই গণঅভ্যুত্থানের পরে কলেজে শান্তি ফিরেছে। সবাই প্রাণ খুলে উৎসব উপভোগ করছেন।

কলেজের অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান বলেন, ক্লাস-পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীরা সহযোগিতা করে আজকের এ উৎসবটি সফল করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০