বাকৃবিতে ই-জিপি বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১০
বাকৃবিতে ই-জিপি বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা ।ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) "ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)" বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) এ কর্মশালার উদ্বোধন করা হয়। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়া প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "বর্তমান বিশ্ব প্রযুক্তিগতভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দক্ষতা বাড়ানোর জন্য প্রত্যেক কর্মকর্তাকে স্মার্ট হতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-জিপি সিস্টেম সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠবেন, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবে। 

উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারীরা ই-জিপি ব্যবস্থাপনা, অনলাইন প্রকিউরমেন্ট পদ্ধতি এবং ডিজিটাল ক্রয় সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০