সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে ডাক্তারি যন্ত্রপাতি বিতরণ

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০ আপডেট: : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ‘ডিভিএম’ ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনের (ডিভিএম) ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভিএম শিক্ষার্থীদের মাঝে এসব কিটবক্স বিতরণ করা হয়।

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে তোমরা যে কিটবক্স পেয়েছো, সেই কিটবক্সগুলোতে ২১ ধরনের ডাক্তারি যন্ত্রপাতি রয়েছে। তোমরা এগুলোর সদ্ব্যবহার করবে, হাতে-কলমে কাজ শিখবে এবং নিজেদেরকে দক্ষ ও আন্তর্জাতিকমানের ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে।’  

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর।

এতে সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. পংকজ চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০