সিলেট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেছেন, পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে বিএসটিআই।
তিনি বলেন, জনগণ যাতে মানসম্মত ও নিরাপদ খাদ্য পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারে সে বিষয়ে বিএসটিআই কঠোর অবস্থানে রয়েছে।
আজ বৃহস্পতিবার সিলেটে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের পবিত্র রমজান উপলক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মহাপরিচালক এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জামিল চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই’র বিভাগীয় অফিসের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. মাজাহারুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসটিআই ঢাকার উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার।
বিএসটিআই বেসরকারি খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট আছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, বিএসটিআই সবসময় ব্যবসায়ীদের জন্য সহজে সেবা প্রদান এবং ভোক্তাদের সঠিক ও মানসম্পন্ন পণ্য সরবরাহের চেষ্টা করে।
প্রচলিত জনপ্রিয় ব্রান্ডের পণ্যের আদলে যারা নকল ও ভেজাল জিনিস বাজারজাত করবে তাদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যারা খাদ্যে ভেজাল দেয়, ওজনের কারচুপি করে ও মানহীন পণ্য বিক্রি করে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে।
সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বিভাগীয় কমিশনার।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আসা শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।