পিরোজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:২৪
পিরোজপুরে আজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি : বাসস

পিরোজপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আল-আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন। 

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে উপস্থিত কৃষকদের মধ্যে পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিনসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০