স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ও জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা    

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস এবং একই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপুর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ধনঞ্জয় কুমার দাস ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নিজ নামে ১৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপু তার নিজ নামে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম তার নিজ নামে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজারে ফার্মাসিউটিক্যাল খাতের সম্পৃক্ততা বাড়াতে ডিএসই-বিএপিআই বৈঠক
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা : ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে
গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত
পিরোজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা
মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
টাঙ্গাইলে মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস
১০