স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ও জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা    

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস এবং একই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপুর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ধনঞ্জয় কুমার দাস ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নিজ নামে ১৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপু তার নিজ নামে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম তার নিজ নামে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম
দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে : শ্রম উপদেষ্টা
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
১০