স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ও জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা    

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস এবং একই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপুর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ধনঞ্জয় কুমার দাস ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নিজ নামে ১৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপু তার নিজ নামে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম তার নিজ নামে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০