পার্বত্য চট্টগ্রামবাসীর এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার: পার্বত্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৬ আপডেট: : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ফাইল ছবি

রাঙ্গামাটি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন- পার্বত্য চট্টগ্রামবাসীর এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার।

আজ জেলার সাজেকে উন্নয়ন কাজ ও স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং প্রসারে করণীয় বিষয়গুলো সরেজমিন নিরীক্ষায় সীমান্ত সড়ক সংলগ্ন দুর্গম এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী সবার এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। শিক্ষার হার বাড়াতে আগে দরকার আমাদের দুর্গম এলাকায় শতভাগ ছেলেমেয়েকে স্কুলে পাঠানো। এজন্য প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে। বিদ্যালয়গুলোতে মিড ডে মিলস্ এর ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকার পানির সমস্যা নিরসনে ওয়াটার রিজার্ভেশন করে রাখার পরামর্শ দেন উপদেষ্টা।

পার্বত্য উপদেষ্টা, সাজেক থানার অন্তর্গত মাচালং উচ্চ বিদ্যালয়, সাজেক রুইলুই পাড়ার শিব চতুর্দশী ব্রত ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পূজামণ্ডপ, বাংলাদেশ-মিজোরাম সীমান্ত সড়ক বর্ডার সংলগ্ন নবনির্মিত সাজেক উদয়পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

সুপ্রদীপ চাকমা দুর্গম এলাকায় বিদ্যালয় সংখ্যার অপ্রতুলতা এবং ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করেন।

উপদেষ্টা বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট করতে হবে। কফি ও কাজু বাদাম চাষ, গবাদি পশুপালন, নারীদের হস্তশিল্প কাজে বেশি-বেশি মনোনিবেশ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজারে ফার্মাসিউটিক্যাল খাতের সম্পৃক্ততা বাড়াতে ডিএসই-বিএপিআই বৈঠক
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা : ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে
গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত
পিরোজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা
মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
টাঙ্গাইলে মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস
১০