ইসি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : আব্দুর রহমানেল মাছউদ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮
বৃহস্পতিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: বাসস

সাভার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশন (ইসি) এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আব্দুর রহমানেল মাছউদ বলেন, এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা নেই। সবমিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল কি বললো সেটা বিষয় না। 

তিনি বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোন কিছুই রিকোয়েস্ট পাইনি আর যেহেতু আমরা সর্বমহলে শুনছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি।

নির্বাচন কমিশনার বলেন, যদি ডিসেম্বর অথবা জানুয়ারীতে নির্বাচন করতে হয় তাহলে অক্টোবর কিংবা নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। জুনের মধ্যে আমাদের ভোটার তালিকার কাজ সম্পন্ন হবে। এর আগে স্থানীয় নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে। তাই এখন জাতীয় নির্বাচনই আমাদের উদ্দেশ্য। 

এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০