ইসি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : আব্দুর রহমানেল মাছউদ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮
বৃহস্পতিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: বাসস

সাভার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশন (ইসি) এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আব্দুর রহমানেল মাছউদ বলেন, এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা নেই। সবমিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল কি বললো সেটা বিষয় না। 

তিনি বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোন কিছুই রিকোয়েস্ট পাইনি আর যেহেতু আমরা সর্বমহলে শুনছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি।

নির্বাচন কমিশনার বলেন, যদি ডিসেম্বর অথবা জানুয়ারীতে নির্বাচন করতে হয় তাহলে অক্টোবর কিংবা নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। জুনের মধ্যে আমাদের ভোটার তালিকার কাজ সম্পন্ন হবে। এর আগে স্থানীয় নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে। তাই এখন জাতীয় নির্বাচনই আমাদের উদ্দেশ্য। 

এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজারে ফার্মাসিউটিক্যাল খাতের সম্পৃক্ততা বাড়াতে ডিএসই-বিএপিআই বৈঠক
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা : ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে
গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত
পিরোজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা
মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
টাঙ্গাইলে মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস
১০