ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকায় নতুন বাংলাদেশের জন্ম হয়েছে : সমাজকল্যাণ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে এ ধরনের আরেকটি বড় আন্দোলন করতে হবে। যে ধরনের আন্দোলন দিয়ে আমরা ফ্যাসিজম বন্ধ করেছি।

উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের উদ্যোগে ‘সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানাবিধ অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও নাগরিকদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেছি, সেই অকুতোভয় বাংলাদেশকে ব্যর্থ এবং ভুল প্রমাণ করার জন্য একটি পক্ষ অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। এই অপচেষ্টা নস্যাৎ করা আমাদের সকলের দায়িত্ব।’ 

তিনি বলেন, হঠাৎ করে দেশ জুড়ে ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপরাধের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। সারা দেশে এলাকায় এলাকায় তরুণ সমাজকে সাথে নিয়ে সংঘটিত হয়ে যদি একটা জায়গায় দাঁড় করানো যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই নির্মূল হবে। যেভাবে বৈষম্য বিরোধী ফ্যাসিজম দূর হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।

কনভেনশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নীতি সানজানা, চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক জান্নাতুল বিদা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মুহাইমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার নাজিম সীমান্ত, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং দৈনিক সময়ের আলোর সাংবাদিক তাহমিদুল জেফ বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০