অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৩৯ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে লিগ্যাল এইড

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:৩৩

দিদারুল আলম

ঢাকা, ২৮ ফ্রেবুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীগণ ২৩৯ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫৯৬ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে প্রি ও পোস্ট কেইসে এ ক্ষতিপূরণ আদায় হয়েছে। এর মধ্যে ৬৪ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ২৩২ কোটি ৬২ লাখ ১৩ হাজার ৩৮১ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা আদায় হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে 'আইনগত সহায়তা প্রদান আইনের' অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
বোলিংয়ের অনুমতি পেলেন সুব্রায়েন
১০