চাঁদপুরের পদ্মা-মেঘনায় আজ থেকে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:৪১
চাঁদপুরের পদ্মা-মেঘনায় আজ থেকে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ছবি : বাসস

চাঁদপুর, ১ মাচর্, ২০২৫ (বাসস) : ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আজ ১ মার্চ মধ্যে রাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকাসহ সব ধরণের মাছ ধরায় নিষিদ্ধ করেছে সরকার।

নিষিদ্ধ সময়ে জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় সরকারিভাবে নিবন্ধিত প্রায় ৪৩ হাজার জেলে সব ধরণের মাছ আহরণ থেকে বিরত থাকবে।

দুই মাসের এই জাটকা সংরক্ষণ অভিযান বাস্তবায়নে ইতোমধ্যে জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সভা, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সরেজমিন, সদর উপজেলার আনন্দ বাজার, শহরের টিলাবাড়ি, বড় স্টেশন মোলহেড, পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণা ও আখনের হাট জেলে পল্লী ঘুরে দেখাগেছে অধিকাংশ জেলে তাদের মাছ ধরার নৌকা ডাঙ্গায় উঠিয়ে রেখেছে। আবার অনেকে তাদের জালগুলো মেরামতের কাজ করছে।

বহরিয়া এলাকার জেলে শাহাজাহান ব্যাপারী বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে পারলে ইলিশের উৎপাদন বাড়বে। তবে এটি বাস্তবায়ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আরো তৎপর হতে হবে। আমরা জাটকা আহরণ থেকে বিরত থাকলেও এক শ্রেণির জেলে জাটকা নিধন করে।

হরিণা ফেরিঘাট সংলগ্ন মৎস্য আড়তের ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, নানা কারণে নদীতে ইলিশের বিচরণ কমেছে। সকলের সহযোগিতায় যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন বাড়বে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দায়িত্ব পালন করবে। জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলের জন্য ইতোমধ্যে খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দকৃত চাল এসেছে। এসব জেলেদের জন্য ৪০ কেজি করে (বিজিএফ) চাল ৪ মাস বিতরণ করা হয়।

নৌ পুলিশ জেলা  অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাটকা সংরক্ষণ জেলার অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশের প্রতিটি ইউনিট দিন ও রাতে কাজ করবে। কোন জেলে আইন অমান্য করে জাটকা নিধন করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে আমরা জেলেদের সঙ্গে কথা বলে সতর্ক করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
১০