অস্থিতিশীলতার সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচন : রুমিন ফারহানা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৪:০৬
গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা ইউনিয়ন বিএনপি’র জনসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : বাসস

ঢাকা, ১ মার্চ, ২০২৫ (বাসস) :  বিএনপি'র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে বর্তমান অস্থিতিশীলতার কারণে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে দ্রুত নির্বাচন দেয়া।

গতকাল (শুক্রবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে আড়াইসিধা ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় থাকে না। দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচন।

নির্বাচিত সরকার থাকলে প্রশাসন এবং পুলিশ শৃঙ্খলাবদ্ধ থাকে এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা সঠিকভাবে চলতে সংঘবদ্ধ শক্তি হিসেবে কাজ করে বলে তিনি জানান।

ভোট দিতে উন্মুখ জনগণের ইচ্ছার মূল্য দিতে সরকারকে আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিগত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ এখন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এতোদিন পরে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

রুমিন  ফারহানা বক্তব্যের একপর্যায়ে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে। বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিদায় করলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি।

দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন সেই আশাবাদ ব্যক্ত করে তিনি বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে দেশের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে ওঠা সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক যুগ্ম সম্পাদক মোড এবিএম মমিনুল হকসহ আরও অনেকে।

এ জনসভাকে ঘিরে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 
দশ বছর পূর্তিতে ১৪ নভেম্বর সমাবেশ ও মাথাল র‌্যালি করবে গণসংহতি আন্দোলন
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
১০