দলীয় নয়, অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৫:৩২
শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: বাসস

কক্সবাজার, ১ মার্চ, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় নয়, অপরাধের বিবেচনায় অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সহানুভূতি দেখাতে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি । যে কেউ অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রায়শ গণমাধ্যমে আসছে যে কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। আপনারা (সাংবাদিকরা) ও স্থানীয় সচেতনমহল জানেন কারা এসব করছে। প্রশাসনের একটি সমস্যা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এ বিষয়ে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের দিক থেকে কোনো নির্দেশনা থাকে না।

রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে ১২ লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল, আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। বলতে গেলে সমস্যাটি নিয়ে আমরা শাঁখের করাতে আছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য রয়েছে। কিন্তু আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেওয়ার পর থেকে বাণিজ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তবে দেশের সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গোৎসব শুরু, আগামীকাল সপ্তমী
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন 
জলমহাল দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ : ভূমি সচিব
বিসিসিআইয়ের নতুন সভাপতি মানহাস
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 
২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি
১০