সংযোগ সড়ক না থাকায়, লোলতোই ব্রিজের সুফল ভোগ করতে পারছেনা কৃষকরা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:৩৬
, ঠাকুরগাঁও লোলতোই ব্রিজের সুফল ভোগ করতে পারছেনা কৃষকরা। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১ মার্চ, ২০২৫ (বাসস) : সংযোগ সড়ক না থাকায় জেলার লোলতোই বিলের ব্রিজের সুফল ভোগ করতে পারছেনা  কৃষকরা। ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের লোলতই বিলের ব্রিজটির চারপাশজুড়ে ৫৫ হাজার বিঘা ফসলের মাঠ। 

জানা গেছে, কৃষকদের চাষাবাদ সহজীকরণ ও গোরকই-লোলতই বিলে জমে থাকা পানি দূরীকরণে বিএডিসি কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে লোলতোই বিলে খাল খনন করেন। এতে করে বিলের পানি খালের মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকরা বছরে আমন ও বোরো ধান এবং সরিষাসহ তিনটি চাষাবাদ করতে পারছেন। কিন্তু খালের দুই পাশে অব্যবহৃত মাটি পুনরায় খালে পড়ে যাওয়ায় খালটি বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভন্ডগ্রাম থেকে জওগাঁও বিলে আগে হাঁটু সমান পানি জমে থাকার কারনে বছরে একবার ফসল ফলানো সম্ভব হতো। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিএডিসি কর্তৃক ফসলের মাঠের মাঝ বরাবর বয়ে যাওয়া লোলতোই খাল খনন করেন৷ এর ফলে দুই হাজার হেক্টর জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। কিন্তু, বিস্তীর্ণ এ ফসলের মাঠের আশপাশে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সময়মতো ফসল ঘরে তুলতে ভোগান্তিতে পড়তে হয় প্রায় তিন হাজার কৃষককে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলের মাঠ থেকে লোলতোই খালে পানি নিষ্কাশনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে নির্মিত একটি কালভার্ট দাঁড়িয়ে আছে। তবে নেই যানবাহন চলাচলযোগ্য কোনো রাস্তা। ফসল ফলাতে পাঁচ কিলোমিটার বিলের মধ্যে পায়ে হেঁটে যেতে হয় এবং ফসল পরিপক্ক হলে মাথায় করে নিয়ে আসতে হয় পাকা সড়কের ধারে। এরপর যানবাহনে করে ফসল তুলতে হয় কৃষকদের। সঠিক সময়ে ফসল ঘরে তুলতে না পারায় বাড়ছে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা।

স্থনীয় কৃষক সোলাইমান বলেন, এখন জমিতে অনেক ভালো ফলন ফলেছে, যা দেখে প্রাণ জুড়িয়ে যায়। ফসল ঘরে তোলার সময় দুশ্চিন্তায় পড়তে হয় আমাদের। অনেক দূর পর্যন্ত ফসল মাথায় করে বয়ে নিতে হয়। তবে শ্রমিক পাওয়া যায় না। সময়মতো ফসল কাটতে না পাড়লে ফলন ঝরে যায়। সরকারের কাছে আমাদের দাবি, খালের পাশে যে মাটি স্তূপ করে রাখা হয়েছে, সেখানে যেন পাকা রাস্তা করে দেওয়া হয়। এলাকার আরেক বাসিন্দা আব্দুল আলী বলেন, এ ব্রিজ মানুষ বা মালবাহী গাড়ি তো দূরের কথা, একটা খালি ভ্যানও এ ব্রিজ পার করে নেয়া এখন বিপজ্জনক। মাটির রাস্তা করা হলেও তা বৃষ্টিতে ধসে পড়বে। তাই আমাদের দাবি, এখানে ব্রিজর দু'পাশে পাকা সংযোগ সড়ক করা হোক।

লোলতোই বিলে পাকা রাস্তা তৈরির দাবিতে গঠিত কমিটির আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, হাজার হাজার কৃষকের কষ্ট লাঘবের জন্য প্রাথমিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে খালের অব্যবহৃত মাটির রাস্তা পাকাকরণের জন্য মিটিং করেছি। মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরকে বিষয়টি অবহিত করার প্রক্রিয়া চলছে।

রাণীশংকৈল প্রকল্প উন্নয়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ বলেন, রাস্তা না থাকায় জনদুর্ভোগ চরমে আমরা জানতে পেরেছি, তাই মাটির রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। তবে পাকারাস্তা করার প্রকল্প গ্রহণ আমরা করতে পারিনা। ওটা   এলজিইডির ব্যাপার।

ঠাকুরগাঁও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ  মামুন বিশ্বাস বলেন, বিষয়টি আমার ভালো করে জানা নেই। এ ধরনের অনেক সংযোগ সড়কবিহীন ব্রিজের দুইপাশে রাস্তা করে দিয়েছে এলজিইডি, সম্ভব হলে এ ব্রিজটির সংযোগ সড়কও করার উদ্যোগ নেয়া হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০