পণ্যকে যুগোপযোগী করতে পার্বত্য নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৩২
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : পার্বত্য এলাকায় উৎপাদিত পণ্যকে যুগোপযোগী, উন্নত ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রধমেই প্রয়োজন কোনো বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে ক্রেতা আকৃষ্ট হয়। সে লক্ষ্যে পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য জেলাগুলোর নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা দেয়া হবে। তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, জাতিগত কমিউনিটি ভিলেজ প্ল্যাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন, উপদেষ্টার নন্দিতা চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন কাল
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০