পণ্যকে যুগোপযোগী করতে পার্বত্য নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৩২
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : পার্বত্য এলাকায় উৎপাদিত পণ্যকে যুগোপযোগী, উন্নত ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রধমেই প্রয়োজন কোনো বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে ক্রেতা আকৃষ্ট হয়। সে লক্ষ্যে পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য জেলাগুলোর নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা দেয়া হবে। তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, জাতিগত কমিউনিটি ভিলেজ প্ল্যাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন, উপদেষ্টার নন্দিতা চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০