নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের তদন্ত চেয়ে রিটের শুনানি বৃহস্পতিবার

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:২৭

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়েরকৃত রিটের শুনানি আগামী বৃহস্পতিবার কার্যতালিকায় থাকবে।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বিষয়টি বাসস'কে নিশ্চিত করেন।

আদালতে আজ বিষয়টি শুনানির জন্য রিটের পক্ষে মেনশন করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

রিটের পক্ষে আরও ছিলেন তৌফিকা ইয়াছমিন ও ব্যারিস্টার মিজানুর রশিদ।

রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বাসস'কে বলেন, এ রিট মামলায় সম্পূরক আবেদন দাখিল ও রিটের পক্ষে সিনিয়র এডভোকেট ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অসুস্থ থাকায় আজ সময় চাওয়া হয়।

নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
১০