মাগুরায় শিশুটির পরিবারের পাশে বিএনপি 

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:৫৩
ছবি : বাসস

মাগুরা, ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় মর্মান্তিকভাবে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। 

কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আজ শুক্রবার সকালে শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাঠে থাকার প্রতিশ্রুতি দেন।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সকালে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এই নৃশংস ঘটনায় গোটা দেশ স্তব্ধ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু থেকেই পরিবারের খোঁজখবর রাখছেন। আমরা ন্যায়বিচারের পক্ষে লড়াই করছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার থাকব।

পরে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানও শিশুটির বাড়িতে যান। তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। 

শিশুটির মা জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তারা চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে স্বামীর চিকিৎসার জন্য সহায়তা চান তিনি। মনোয়ার হোসেন খান বলেন, শুধু ন্যায়বিচার নয়, আমরা চাই পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়াক। দলের পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচন : শারীরিক শিক্ষা কেন্দ্রে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ
তেল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, কঠিন আলোচনার মুখে ওপেক প্লাস
শরীয়তপুরে হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেফতার
শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁদপুরের মতলবে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা
চাঁদপুর হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান বিএনপি নেতার
অস্ট্রেলিয়ায় ২ কিশোরকে হত্যা করেছে মুখোশধারী দল
মেহেরপুরের গাংনীতে জাল টাকাসহ আটক ১
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
১০