কুমিল্লায় অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ 

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৭:৪৩
ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৪ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় বুড়িচং উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকা থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমান অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। 

আজ শুক্রবার দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার চারশ’টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। জব্দকৃত এসব সমাগ্রির আনুমানিক বাজারমূল্য তিনকোটি আটলাখ আট হাজার টাকা।

বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০