বগুড়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৫:০১ আপডেট: : ১৫ মার্চ ২০২৫, ১৫:৩০

বগুড়া, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার শাহজাহানপুরে পারভেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার দক্ষিণখান থানার ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা,শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. হিরু (২৫) এবং একই এলাকার মানিকের ছেলে মো. নিশাদ (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এ কর্মকর্তা জানান, গত ৩ মার্চ শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ায় পূর্ব বিরোধের জেরে মালতিনগর নতুন পাড়ার

রিয়াজুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী পারভেজ (২১) ও তার বন্ধু আতিকুলের ওপর হামলা চালায় আসামিরা। তারা ধারালো চাকু দিয়ে পারভেজের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনায় নিহতের বাবা পরেরদিন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, প্রেফতারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে : ধর্ম উপদেষ্টা
জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন জয়পুরহাট পৌরসভা
সিলেটে কাল শুরু হচ্ছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট
বিভাজন বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : উপদেষ্টা ফারুক ই আজম
শেখ মুজিব ‘জাতির পিতা’ নন, মুজিববাদ ‘ফ্যাসিবাদী মতাদর্শ’ : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
১০