বগুড়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৫:০১ আপডেট: : ১৫ মার্চ ২০২৫, ১৫:৩০

বগুড়া, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার শাহজাহানপুরে পারভেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার দক্ষিণখান থানার ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা,শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. হিরু (২৫) এবং একই এলাকার মানিকের ছেলে মো. নিশাদ (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এ কর্মকর্তা জানান, গত ৩ মার্চ শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ায় পূর্ব বিরোধের জেরে মালতিনগর নতুন পাড়ার

রিয়াজুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী পারভেজ (২১) ও তার বন্ধু আতিকুলের ওপর হামলা চালায় আসামিরা। তারা ধারালো চাকু দিয়ে পারভেজের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনায় নিহতের বাবা পরেরদিন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, প্রেফতারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০