কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ আগামীকাল, পরীক্ষা ১২ এপ্রিল

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৬:৪৪

ঢাকা, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল রবিবার (১৬ মার্চ)। গত ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছিল। 

আগামী ১২ এপ্রিল শনিবার ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৮৬৩টি।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য https://acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে খরচ পড়বে ১ হাজার ২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষায় ২০২৪ সালের এইচএসসি অথবা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী (ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর) প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেশের নয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তাহিরপুরে অবৈধভাবে মজুদ ৫,৪৯৩ ঘনফুট পাথর জব্দ
হামাস গাজায় 'যুদ্ধবিরতি চায়' :  ট্রাম্প 
ইউক্রেনকে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের
চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ভিডিও নিয়ে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
লক্ষ্মীপুরে মৌসুমের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিলেন নেতানিয়াহু
ঢাবি শিক্ষার্থীর মৃত্যুতে বিভাগের সকল ক্লাস বন্ধ
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
১০