ফেনীতে পাউবো’র মতবিনিময় কর্মশালা 

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৯:১৫
পাউবো’র মতবিনিময় কর্মশালা। ছবি : বাসস

ফেনী, ১৫ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ ‘মুহরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ ব্যবস্থা প্রকল্পের পুনর্বাসনের নিমিত্তে সম্ভাব্যতা সমীক্ষা’ বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ মতবিনিময় কর্মশালাটি ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও সেন্টার ফর এনভায়রমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর সহযোগিতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আয়োজন করে। 

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। 

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন পাউবো’র মহাপরিচালক এ কে এম তাহমিদুল ইসলাম।

পাউবো’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), পূর্বাঞ্চল মো. আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. ছায়েদুজ্জামান, পানি সম্পদ মন্ত্রনালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আ.ন.ম বজলুর রশিদ, পাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা নকশা ও গবেষণা) মো. জহিরুল ইসলাম ও ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন পাউবোর প্রকল্প পরিচালক ও পরিকল্পনা-১ পরিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল্ ইসলাম। 

প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন ও সারসংক্ষেপ তুলে ধরেন সিইজিআইএস-এর পানি সম্পদ প্রকৌশলী নওশীন তাবাসসুম।

কর্মশালায় পাউবোর পক্ষ থেকে জানানো হয়, সমীক্ষা অঞ্চলের সমস্যা লাঘবে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনা করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনায় বিভিন্ন অবকাঠামো বাস্তবায়নে নদী তীর প্রতিরক্ষার কাজ, নদী পুন:খনন, বিদ্যমান বাঁধ পূন:নির্মাণ, নতুন বাঁধ নির্মাণ, বাঁধের ঢাল ও পাদদেশে প্রতিরক্ষা কাজ, বন্যা বাইপাস ও ফিউজ, রেগুলেটর ও ড্যাম নির্মাণ, জলাধার পুনঃখনন, বিদ্যমান অবকাঠামো পূনর্বাসন, বিদ্যুৎ খুটি অপসারন, ব্রিজ অপসারন ও নতুন নির্মাণ সহ নানা বিষয়ে সুপারিশ করা হয়েছে। পাঁচবছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন ও ৪ হাজার ৬৩৫ কোটি ৩৯ লাখ টাকা আনুমানিক ব্যয় ধরা হয়েছে।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, মুহুরী পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান প্রমুখ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০