গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৯:৩৮

গাজীপুর, ১৫ মার্চ ২০২৫ (বাসস): জেলার কালিয়াকৈর উপজেলায় আজ ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একনারীসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন- সিএনজি-অটোরিকশার চালক ওবায়দুল এবং অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। শেষ খবর পাওয়া নিহত নারী ও পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি-চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে সিএনজি- চালিত অটোরিকশাটি উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি-চালিত অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি-অটোরিকশার চালক ওবায়দুল এবং অজ্ঞাত একনারী ও অজ্ঞাত এক বৃদ্ধ-সহ তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হতাহতদের উদ্ধারের পর কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজকরা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
১০