গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৯:৩৮

গাজীপুর, ১৫ মার্চ ২০২৫ (বাসস): জেলার কালিয়াকৈর উপজেলায় আজ ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একনারীসহ তিনজন নিহত হয়েছেন। 

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন- সিএনজি-অটোরিকশার চালক ওবায়দুল এবং অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। শেষ খবর পাওয়া নিহত নারী ও পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি-চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে সিএনজি- চালিত অটোরিকশাটি উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি-চালিত অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি-অটোরিকশার চালক ওবায়দুল এবং অজ্ঞাত একনারী ও অজ্ঞাত এক বৃদ্ধ-সহ তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হতাহতদের উদ্ধারের পর কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজকরা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০