খাগড়াছড়িতে দুই ডাকাত গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে পেশাদার দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার মাটিরাঙ্গা থেকে পেশাদার দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলো, নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১) ও মোঃ ইউসুফ প্রকাশ কালা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

মাটিরাঙ্গা পুলিশ জানায়, গত ৪ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করে। এসময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরের দিন মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন মোহাম্মদ মঞ্জুর ইসলাম। এরপর থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে ব্যাপক তৎপরতা অব্যহত রাখে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় শনিবার মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বন মুসলিম পাড়া এলাকার নাঈমের বসতবাড়িতে অভিযান চালিয়ে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম ও মো. ইউসুফ প্রকাশ কালা নামের দুজন পেশাদার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র দুটি কোরাবারী, ধামা, চাকু, চাপাতি, হাসুয়া ও একটি বোরকা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে লুণ্ঠিত চারটি মোবাইল ফোন, দুটি স্বর্ণালী বর্ণের চুড়ি, এক জোড়া স্বর্ণালী বর্ণের কানের দুল, একটি শপিং ব্যাগসহ নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আটক দুইজনের  বিরুদ্ধে এখন পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ অন্তত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুন্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
১০