মাগুরায় অস্ত্র-গোলাবারুদসহ তিনজন আটক

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৯
রোববার মাগুরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে অবৈধ অস্ত্রসহ আটক। ছবি: বাসস

মাগুরা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সদর থানার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। রোববার রাত ৩টার দিকে মাগুরা আর্মি ক্যাম্পের ১৪ বীরের একটি বিশেষ দল মেজর সাফিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, পারনান্দুয়ালী গ্রামের মারুফ হোসেন, লিখন হোসেন ও আশিকুর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

জব্দ মালামাল : ওয়ান শুটার গান ২টি, তাজা বুলেট ১০ রাউন্ড, এয়ার গান ১টি, এয়ার গান বুলেট ৬০ রাউন্ড, হাত বোমা  ৮টি, টিয়ার সেল (পুলিশ হতে লুটকৃত) ১টি, বিদেশি চাপাতি ২টি, দেশীয় ধারালো অস্ত্র ৫টি, মোবাইল ফোন ৫টি, ল্যাপটপ ১টি।

আটকরা হলো মাগুরা সদর থানার পারনান্দুয়ালী গ্রামের আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (৩৫), একই গ্রামের সালাম হোসেনের ছেলে লিখন হোসেন (২৮) ও আতিয়ার রহমানের ছেলে আশিকুর রহমান (৩০)।

অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা আটকদের মাগুরা সদর থানায় হস্তান্তর করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রিপন জানান, সেনাবাহিনী সকাল ৭টায় তিন জনকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০