মাগুরায় অস্ত্র-গোলাবারুদসহ তিনজন আটক

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৯
রোববার মাগুরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে অবৈধ অস্ত্রসহ আটক। ছবি: বাসস

মাগুরা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সদর থানার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। রোববার রাত ৩টার দিকে মাগুরা আর্মি ক্যাম্পের ১৪ বীরের একটি বিশেষ দল মেজর সাফিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, পারনান্দুয়ালী গ্রামের মারুফ হোসেন, লিখন হোসেন ও আশিকুর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

জব্দ মালামাল : ওয়ান শুটার গান ২টি, তাজা বুলেট ১০ রাউন্ড, এয়ার গান ১টি, এয়ার গান বুলেট ৬০ রাউন্ড, হাত বোমা  ৮টি, টিয়ার সেল (পুলিশ হতে লুটকৃত) ১টি, বিদেশি চাপাতি ২টি, দেশীয় ধারালো অস্ত্র ৫টি, মোবাইল ফোন ৫টি, ল্যাপটপ ১টি।

আটকরা হলো মাগুরা সদর থানার পারনান্দুয়ালী গ্রামের আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (৩৫), একই গ্রামের সালাম হোসেনের ছেলে লিখন হোসেন (২৮) ও আতিয়ার রহমানের ছেলে আশিকুর রহমান (৩০)।

অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা আটকদের মাগুরা সদর থানায় হস্তান্তর করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রিপন জানান, সেনাবাহিনী সকাল ৭টায় তিন জনকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
১০