বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৪:০৯

বগুড়া, ১৬ মার্চ,২০২৫ (বাসস) : জেলার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ ঘটনা ঘটে।

মৃতের নাম আফতাব উদ্দিন (৫০)।  তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের  আম ঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী হলেও পেশায় মুদি দোকানি ছিলেন। 
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

জানা গেছে, আফতাব তার মুদি দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন।
হঠাৎ দোকান ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে।

পাশাপাশি তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদি দোকানি এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদি দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
১০