বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৪:০৯

বগুড়া, ১৬ মার্চ,২০২৫ (বাসস) : জেলার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ ঘটনা ঘটে।

মৃতের নাম আফতাব উদ্দিন (৫০)।  তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের  আম ঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী হলেও পেশায় মুদি দোকানি ছিলেন। 
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

জানা গেছে, আফতাব তার মুদি দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন।
হঠাৎ দোকান ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে।

পাশাপাশি তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদি দোকানি এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদি দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০