ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৫৯

ফরিদপুর, ১৬মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা-ফরিদপুর মহাসড়কে আজ তরমুজবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোটরসাইকেল চালক নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের অটোরিকশাচালক শাজাহান শেখ।

স্থানীয়রা জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী তরমুজবাহী একটি ট্রাক সদর উপজেলার শিবরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা নিহত নয়নের মা।

এ ছাড়া আহত অটোরিকশাচালক শাজাহান শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহত দুজনই একই এলাকার বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হন। তার মা গুরুতর আহত হন। এ ছাড়া আহত রিকশাচালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০