রাঙ্গামাটি, ২১ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ ফিলিস্তিনে নিরীহ জনতার ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর বনরুপা জামে মসজিদ মুসল্লী পরিষদের আয়োজনে বনরুপা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শীদ, ইসলামী আন্দোলনের রাঙ্গামাটি জেলার সভাপতি হোসাইন মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী প্রমুখ।
এছাড়া ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে বনরুপা জামে মসজিদ কমিটির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।