প্রতিবন্ধীরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ: চসিক মেয়র

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৯:৫৪
শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুক্রবার (২১ মার্চ) নগরীর লালদিঘী চসিক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, “এই পবিত্র রমজানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন এসব মানুষের সাহায্যে এগিয়ে আসেন।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে চাই।”

নুরজাহান বেগমের সভাপতিত্বে এবং মারুফুল ইসলাম চৌধুরী ও জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ডা. সরোয়ার আলম, নুর নাহার, নুর হোসেন নুরু, আবদুল বাতেন, জসিম মিয়া, দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা 
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
১০