প্রতিবন্ধীরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ: চসিক মেয়র

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৯:৫৪
শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুক্রবার (২১ মার্চ) নগরীর লালদিঘী চসিক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, “এই পবিত্র রমজানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন এসব মানুষের সাহায্যে এগিয়ে আসেন।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে চাই।”

নুরজাহান বেগমের সভাপতিত্বে এবং মারুফুল ইসলাম চৌধুরী ও জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ডা. সরোয়ার আলম, নুর নাহার, নুর হোসেন নুরু, আবদুল বাতেন, জসিম মিয়া, দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
১০