ডিবির অভিযানে দুমকিতে কলেজছাত্রী গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২০:০৯
পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি সিফাত মুন্সি গ্রেফতার। ছবি: বাসস

পটুয়াখালী, ২১ মার্চ, ২০২৫ (বাসস): পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি সিফাত মুন্সিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

আজ শুক্রবার ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ‘এটি একটি স্পর্শকাতর মামলা। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’ 

গ্রেফতারকৃত সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, ‘সম্প্রতি দুমকী থানায় দায়ের করা দলবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সিকে তার নানার বাড়ি থেকে আটক করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ মার্চ, মঙ্গলবার সন্ধ্যার পর দুমকী উপজেলার আলগী এলাকায় কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরদিন ১৯ মার্চ ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সি (১৭) ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেফতার হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম জানান, ‘ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ সিফাত মুন্সিকে পিরোজপুর থেকে গ্রেফতার করে।’

গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ
শহীদ জেহাদ গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারের বুলেট বুকে নিয়েছিলেন : বিএনপি মহাসচিব
সিডনিতে অস্ট্রেলিয়ার সাবেক ইউএফসি যোদ্ধাকে গুলি করে হত্যা
বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনাময় একটি দেশ: আমীর খসরু 
গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম পর্যায়ে’ ইসরাইল এবং হামাস একমত
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের নিয়ে কর্মশালা
টাঙ্গাইলে নকল কসমেটিকস রাখায় একটি শপিংমলকে জরিমানা 
হবিগঞ্জে টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
চাঁদপুরের ৮ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে 
১০