সাতক্ষীরা, ২১ মার্চ ২০২৫ (বাসস): যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে শহীদ আসিফ চত্বরে সংগঠনটির শহর শাখার সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আজিজুল ইসলাম, শহর শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম, আবু তালেব ও আনিছুর রহমান প্রমুখ।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সহস্রাধিক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশুকে হত্যা করেছে ইসরাইল। বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।